হোসনাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়
বেতাগী, বরগুনা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগনের দোরগোড়ায় তথ্য সেবাকে পৌছে দেওয়ার উদ্দেশ্যে সারাদেশে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালু করেন। উক্ত সেবা কেন্দ্র হতে যে সকল সেবা পাওয়া যাবে তাহা নিম্ন রূপঃ
কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সেবা সমূহঃ
চাকুরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সেবা সমূহঃ
1. ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে চাকুরী সংক্রামত্ম তথ্য অনুসন্ধান ও সংগ্রহ করা।
2. ই-মেইল এর মাধ্যমে চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন।
3. ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় সরকারি ফরম যেমন:( পাসপোর্ট আবেদন ফরম, ডিভি লটারি ইত্যাদি)সংগ্রহ করা এবং বিদেশী ভিসা যাচাই করা।
ছাত্র/ছাত্রী জন্য গুরুত্বপূর্ণ তথ্য সেবা সমূহঃ
শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সেবা সমূহঃ
1. ইন্টারনেট সার্ফিং এর মাধ্যমে বিভিন্ন বিষয় ভিত্তিক তথ্য ভান্ডার অনুসন্ধান করা এবং প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা।
2. অন্যান্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যায়ের কার্যক্রম সম্পর্কে ধারনা লাভ করা।
3. ই-মেইলের মাধ্যমে অন্য প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করা।
4. ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা বোর্ড , শিক্ষা মন্ত্রানালয়ের সকল তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সরকারি ফরম পূরন।
5. ই-গভার্নেন্স সেবা গ্রহন।
এনজিও কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সেবা সমূহঃ
ইউ, ডি, সি - র অন্যান্য সেবা সমূহঃ
1. ই-মেইল করা।
2. ভিডিও কনফারেন্সি করা।
3. প্রবাসী আত্মীয় স্বজনের সাথে ছবি দেখে দেখে কথা বলা।
4. ডিজিটাল ফটো তোলা (প্রয়োজনে নিজ প্রতিষ্ঠান কিংবা নিজ স্থানে বসে )।
5. কম্পিটার প্রশিক্ষন।
6. ইন্টারনেট ও প্রযুক্তিগত সকল সেবা প্রধান।
সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা), কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
ইউ ডি সি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস